ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

দশমিনায় চাকরি স্থায়ী করনের দাবিতে মানববন্ধন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু প্রজনন স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেইড পিয়ার ভলান্টিয়ারদের চাকরি স্থায়ী করনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা পেইড পিয়ার ভলান্টিয়াররা ঘন্টা ব্যাপি এ মানববন্ধন
কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পিপিভির উপজেলা শাখার সভাপতি সানজিদা খানম,সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া,মিতু মনি, আফরোজা আক্তার ও পূর্ণিমা রাণী প্রমুখ। বক্তারা আরো বলেন, আমাদের নিয়োগ দেয়ার পর থেকে উপজেলায় করোনা কালিন সময় জীবনের ঝুকি নিয়ে কাজ করেছি। আমাদের কর্মদক্ষতায় বিভাগিয় ভাবে তিনবার শ্রেষ্ট হয়েছি । মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের চিকুরি স্থায়ী করনের দাবি জানাই।