ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

লক্ষ্মীপুর জেলাতে রেড ক্রিসেন্টের সোসাইটির কম্বল পেল ৩০০ শীতার্তরা

সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৩০০ অসহায় ও শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় সংগঠনেরজেলা কার্যালয়ের সামনে কম্বলগুলো বিতরণ করা হয়। রেড ক্রিসেন্টের জেলা সহ-সভাপতি ও জেলা জজ আদলতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

এই সময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আশফাকুর রহমান মামুন, জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ। বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট করোনাকালীন রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিত করে অন্যন্য ভূমিকা পালন করেছে। দেশের সকল দূর্যোগে সংগঠনটির সদস্যরা সবার আগে এগিয়ে যায়। করোনার টিকা প্রদানে স্বাস্থ্য কর্মীদের সহযোগীতায় রেড ক্রিসেন্ট সদস্যরা কার্যকরী ভূমিকা রেখেছে।