ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

দৌলতপুরে আশিটি মেহগনি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী গরুড়া গ্রামে ৮০ টি মেহগনি গাছ কেটে দিয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতের আধারে কে বা কারা গরুড়া গ্রামের জামাল হোসেন এর পুত্র কামাল-র ৮০ টি মেহগনি গাছ কেটে দিয়েছে বলে জানান এলাকাবাসি।

গাছের মালিক কামাল বলেন, গরুড়া মনোষাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের্ আমার ১৮ কাঠা জমিতে মেহগনি বাগান করেছি। গত বুধবার (১৯/০১/২২) সন্ধ্যা অনুমান ০৫.৩০ ঘটিকার সময় আমি আমার বাগান দেখা শুনা করে নিজ বাড়ীতে চলে আসি। পরদিন বৃহস্পতিবার (২০/০১/২২) সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় আমি আমার উক্ত বাগান দেখাশুনা করতে যায়।

সেখানে গিয়ে দেখি আমার বাগানে থাকা ১০০টি মেহগনি গাছের মধ্য ৮০টি মেহগনি গাছ কাটা পড়ে আছে। গত পাঁচ বছর আগে আমি এই মেহগনি বাগান তৈরি করি। দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাবীদ হাসান জানান, গত রাত্রে গরুড়া গ্রামের জামাল হোসেন এর পুত্র কামাল হোসেন-র ৮০ টি মেহগনি গাছ কেটে দিয়েছে কে বা কারা এব্যাপারে দৌলতপুর থানায় একটি সাধারন ডায়েরী করে যার নং-১০৮১, তাং ২০-০১-২২।