ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

দৌলতপুরে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনঃ পুড়ে ছাই আসবাবপত্র

কুষ্টিয়া দৌলতপুর:  কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী গ্রামের মৃত আবুল হোসের ছেলে কৃষক কামরুল ইসলাম এর বসত বাড়িতে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে শনিবার সকালে বসত বাড়ির সকল আসবাবপত্র সহ প্রয়োজনীয় কাগজ পত্র পুড়ে ছাই হয়ে গেছে।

কামরুল ইসলাম জানান, সকলে ঘুম থেকে উঠে সাংসারিক কাজ করাছিলাম। হঠাৎ আমার বসত ঘরের চাতালে আগুন দেখতে পায়। কিছু বুঝে উঠার আগেই সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আমি একজন কৃষক। আমার সারা জীবনের অর্জিত সকল সম্পদ পুড়প ছাই হয়ে গেছে।

তাছাড়াও আমার প্রয়োজনীয় কাগজ পত্র যেমন, ভোটার আই ডি কার্ড, জমির দলিল, ছেলে মেয়েদের স্কুল সাটিফিকেট সহ সকল কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি সরকারের কাছে সহযোগিতা চাই।

এদিকে এলাকাবাসী জানান ফায়ার সার্ভিস ভেড়ামারায় হওয়াতে, তারা অনেক দেরিতে আসেন। আমরা অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুল হাসান জানান, আমার খবর পেয়ে ঘটনা স্থানে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। এই পরিবারের প্রায় ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।