দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলায় শ্বশুরের দাড়ি উপড়ে ফেলার অভিযোগ উঠেছে পুত্রবধুর বিরুদ্ধে। মঙ্গলবার উপজেলার আলীপুর ইউনিয়নে পুর্ব আলীপুর গ্রামের বাসিন্দা আবদু রহিম (৭৫)কে পুত্রবধু নাছিমা এ ঘটনা ঘটায়। থানা ও স্থানীয় সুত্র জানা যায়, পূর্ব আলীপুর গ্রামের ৫নং ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিমের প্রথম স্ত্রী মারা যাবার পর দ্বিতীয় বিবাহ করে ভিন্ন ভাবে বসবাস করে আসছেন স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে।
প্রথম ঘরের তিন পুত্র সন্তান আনোয়ার (৩৫) ইকবাল ( ৩০) বাবুল(২৭) কে ভিন্ন জায়গায় প্রত্যেককে ভিন্ন ভিন্ন ঘর করে চাষের জমি লিখেও দেন বৃদ্ধ আবদুর রহিম। ১৮ জানুয়ারি মঙ্গবার সকাল ১১ টায় দ্বিতীয় স্ত্রী ও সন্তানকে কিছু জমি লিখে দেয়াকে কেন্দ্র করে বাবুল,আনোয়ার,ইকবাল ও বাবুলে স্ত্রী নাছিমা শ^শুর আবদুর রহিমকে জিঞ্জাসা করার জন্য আসেন।
এক পয্যায় বৃদ্ধ বাবাকে পুত্র বাবুল ও তার স্ত্রী নাছিমা জোতাদিয়ে পিটায় এবং নাছিমা দাড়ি ছিড়ে ফেলে।আবদুর রহিম অভিযোগ করে বলেন, প্রথম স্ত্রীর ঘরের আমার সন্ত্রানদেও অনেক আগেই জমিজমা দিয়ে ভিন্ন ঘরবাড়ি করে ভিন্ন করে দেই।
আমার প্রথম স্ত্রী মারা জাবার পর দ্ধিতীয় বিবাহ করি ঐ ঘরে পুত্র ও স্ত্রীকে ঘর ও জমি লিখে দেই । এই কথা শুনে আমার প্রথম ঘরের সন্তান আনোয়ার, ইকবাল, বাবুল ও বাবুলের স্ত্রী মঙ্গবার সাকালে আমার ঘরে এসে মারধর করে ও বাবুলের স্ত্রী আমার দাড়ি টেনে ছিড়ে ফেলে । আমি অসুস্থ্য হয়ে পরলে হাসান আমাকে মঙ্গবাল দশমিনা স্বাস্থ্য কমপ্লেস্কে ভর্তি হয়েছি আমার শরীরে অনেক বিষব্যাথা।
আমার দ্ধিতীয় ঘরের সন্তান হাসান এর মাধ্যমে থানায় অভিযোগ দিছি । এ এস ই সাদেক ওদের ডাকার কথা। মঙ্গলবারের ঘটনা আমি এ এস আই সাদেক এর কাছে জানাই তিনি এ বিষয়ে কোন গুরুত্ব দেননি।
দ্ধিতীয় স্ত্রী পিয়ারা বেগম বলেন, আমার স্বামীর প্রথম স্ত্রীর সন্তানদেও জমিজমা,ঘরবাড়ি তৈরি করে দেন।
আমার সন্তান ও আমাকে ভিন্ন ঘর করে দেয় এ নিয়ে প্রথম ঘরের সন্তান বাবুলও বাবুলে স্ত্রী নাছিমা আমার স্বামীকে মরধর কওে ও নাছিমা দাড়ি টেনে ছিড়ে ফেলে। বাবুল আমাকে মারধর করে। হাসান বলেন, আমর মা ও আমদের বিভিন্ন সময় বাড় ভাইয়েরা হুমকি দামকি দিয়ে আসছে।
আমার বাবা আমার মা ও আমাদেও যে ঘর ও বাড়ি কওে দিছে বড় বাই বাবুল কারনে অকারনে গাছপালা কেঁটেনেয় আমার মা কিছু বললে মারধর কওে এ নিয়ে বহুবার গ্রামে শালিষ ব্যবস্থা হয় বড় বাইরা মানেনা। গত মঙঙ্গবার আমার মা ও বাবাকে বাবুল ভাই ও নাছিমা ভাবি বাবাকে মারধর কওে ভাবি বাবার দাড়ি টেনে ছিড়ে ফেলে।
আমি থানায় গিয়াছিলাম এ এস আই সাদেক আমাকে বলেন মামলা হবেনা জিডি করেন। স্থানীয় মিলন মৃধা বলেন, ঐ সংসারে এ ঘটনা বহুবার ঘটেছে বাবুল একটি বেপরোয়া ছেলে বাবুলের স্ত্রী তার বৃদ্ধা শ^শুরের দাড়ি টেনে ছিড়েছে এটা দুঃখজনক ঘটনা।
এ এস আই সাদেক বলেন, তাদও মধ্যে পূর্বেও বিবাধমান সমস্যার বিষয়ে জানি উভয় পক্ষকে ডেকে শালিব্যবস্থা মানিয়ে দিছি । মঙ্গবারের ঘটনা শুনেছি লিখিত অভিযোগ দিতে বলেছি। দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার বিষয়ে আমি শুনেছি লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।