ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

দৌলতপুরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

হেলাল উদ্দিন: “তথ্য দিন, সেবা নিন” এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে দৌলতপুরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৩নং খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুলমত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ ইয়াছির আরাফাত, বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )এস এম জাবীদ হাসান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ মোদারছের হোসেন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ মুনজুর হোসেন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ড সদস্য বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শিমুল হাসান।