ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ , আজকের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর কুমিল্লা হোটেল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি শাটারগান, ১১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- মো. মোর্শেদ ওরফে রাশেদ (২৮), ফয়জুল কবির সুজন (৩৫), জাহিদুল ইসলাম রাজু (২৪) ও শহিদুল ইসলাম সৌরভ (২১)।

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন জানান, গ্রেফতার চারজন সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় থাকেন। দৈনিক মজুরিতে নগরীতে বিভিন্ন ধরনের কাজ করার আড়ালে তারা ডাকাতি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের নামে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান।