ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

দৌলতপুরে শীতকালীন বৃষ্টিতে ব্যপক ক্ষতি ফসলের

কুষ্টিয়া দৌলতপুর: কুষ্টিয়া দৌলতপুরে এ বছর রবি ফসল যেমন, গম, মশোরী, শরিসা চাষ হয়েছে প্রায় ৬ হাজার হেক্টর জমিতে। চাষিরা জানান, শীতকালীন ফসল মাঠে চাষ হয়েছে উল্লেখযোগ্য জমিতে প্রতি বছর তামাকের চাষ বেশি হয়।

কিন্তু গত বছর গম, মশোরী ফলন ভালো পাওয়াতে এ বছর গম ও মশোরীর আবাদ বেশি হয়েছে। কিন্তু এ বছর শুরু থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেও তেমন ক্ষতি হয়ে ছিলো না। কিন্তু এখন প্রতিটা ফসলে গাছে ফুল এসেছে। ফুল বৃষ্টিতে ভিজে ফুলে পচন ধরছে ফলে আমরা আশানুরূপ ফলন পাবোনা।

তারা আর অভিযোগ করেন আমরা নিজের ফসলের নিজে তদারকি করি। কারন কৃষি অফিসার আমাদের মাঠে কোন দিন দেখি না।
কোন প্রাকৃতিক নির্বাচন দুর্যোগ হলেও তারা কেউ মাঠ পরিদর্শন করতে আসেনা। ফলে আমরা কৃষি অফিসের সেবা থেকে বঞ্চিত হচ্ছি।

এ বিষয়ে দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান জানান, আবহাওয়ার পরিবর্তনের কারনে বর্ষাকালের বৃষ্টি শীত কালে হচ্ছে। ফলে ফসলের ব্যপক ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা কৃষি অফিসার নুরুল ইসলাম জানান, এ বছর প্রায় ৫ হাজার হেক্টর জমিতে গম চাষ হয়েছে। তবে অসুময়ের বৃষ্টিতে ফুল নষ্ট হয়ে ফসলের ক্ষতি সম্ভাবনা নাই ।