ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

মেহেরপুরের গাংনীতে মাদক বিরেধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি পুলিশ ক্যাম্পের পুলিশের মাদকবিরোধী অভিযানে গাজাঁ ও ফেন্সিডিল সহ এলিন মোল্লা, মতিয়ার রহমান এবং রাশেদুল নামের ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার বিকালের দিকে বামুন্দির ঝোরাঘাট কল্যাণপুর পাকা রাস্তার উপর থেকে ওই ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তাদের ব্যবহারকারী মোটরসাইকেল উদ্ধার করে।

আটক এলিন মোল্লা কুষ্টিয়া জেলার হরিপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে,মতিয়ার রহমান আবদুল আজিজের ছেলে এবং রাশেদুল কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে বামন্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরীফ হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার, ফোর্স সহ ক্যাম্প এলাকায় টহল থাকাকালীন সময়ে ঝোরাঘাট কল্যাণপুর পাকা রাস্তার উপর পৌঁছালে মোটরসাইকেল যোগে আসা ৩ জন লোককে জিজ্ঞাসাবাদ ও তাদের কাছে থাকা ব্যাগ চেক করে ব্যাগের মধ্যে ২০ বোতল ভারতীয়সাফেনসিডিল ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে