ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২ , আজকের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা উদ্ধার

মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা উদ্ধার। বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বোসপাড়ায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিয়তউল্লাহর নেতৃত্বে শহরের বোস পাড়ার নজরুল ইসলামের ছেলে রিয়াদ হোসেনের বাড়িতে অভিযান চালান। এসময় রিয়াদ হোসেন এর বাড়ি তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযানের খবর পেয়ে রিয়াদ হোসেন পালিয়ে যায়। অভিযানে অন্যদের মধ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান, মদন মোহন সাহা সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এ ঘটনা রিয়াদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।