আমলা অফিস: কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও বিএলএফ প্রধান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ মারফত আলীর ৩১ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে শহীদ মারফত আলী স্মৃতি সংসদের কমিটি গঠন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে শহীদ মারফত আলীর সহধর্মীনি বীরমুক্তিযোদ্ধা আরজুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমলা সরকারি কলেজের অধ্যক্ষ বাদশা আলমগীর, বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খাঁন, নজরুল করীম, সদরপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, একলিমুর রেজা সাবান জোয়াদ্দার্র প্রমুখ।
শেষে শহীদ মারফত আলী স্মৃতি সংসদের উপদেষ্টা ও কমিটি গঠন করা হয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদে প্রধান পৃষ্টপোষক হিসাবে রয়েছেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামারুল আরেফিন। এছাড়া উপদেষ্টা পরিষদে গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ৩৯ জনের নাম উল্লেখ করে তালিকা প্রকাশ করা হয়।
কমিটিতে যারা রয়েছেন, সভাপতি পদে মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল করীম, সহ-সভাপতি হিসাবে আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একলিমুর রেজা সাবান জোয়ার্দ্দার, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন, সাবেক কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর হোসেন, সদরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রাহাত আলী।
আমলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফখরুল আলম, সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুর আলম বাচ্চু, আমলা বাজার কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খাঁন, সাধারন সম্পাদক হিসাবে আমলাসদরপুর ও মালিহাদ ইউনিয়ন যৌথ মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আশকর আলী, অতিরিক্ত সাধারন সম্পাদক হিসাবে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজম, সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, সাংগাঠনিক সম্পাদক পদে সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারনসম্পাদক নিয়াত আলী লালু, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, কোষাধাক্ষ পদে আমলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রশিদ ফুরকান, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফ্ফার, মুক্তিযোদ্ধা স্মৃতি সংরক্ষণ সম্পাদক পদে আমলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক পদে সদরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আফসার আলী, তথ্য সম্পাদক পদে মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সহ-তথ্য সম্পাদক পদে সাংবাদিক গোলাম কিবরিয়া মাসুম, মহিলা বিষয়ক সম্পাদক পদে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সাংস্কৃতি সম্পাদক পদে সাবেক ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে সেলিম উল্লাহ খাঁন, সহ-দপ্তর সম্পাদক পদে মুক্তিযোদ্ধার সন্তান যৌথ কমান্ডের সহ-সাংগাঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক পদে মুক্তিযোদ্ধার সন্তান যৌথ কমান্ডের সভাপতি সাইফুজ্জামান হীরা, সহ-প্রচার সম্পাদক পদে কুষ্টিয়া ক্যান্সার সোসাইটির সভাপতি ফরিদুল ইসলাম, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক পদে কুষ্টিয়া প্রকাশনির প্রকাশক রাব্বুল ইসলাম খাঁন, ক্রীড়া সম্পাদক পদে লক্ষিপুর পাহাড়পুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুল ইসলাম ঝন্টু, সহ-ক্রীড়া সম্পাদক পদে সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল আলম আশার নাম উল্লেখ করে কমিটির অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যদের নাম তালিকা প্রকাশ করা হবে।