ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২ , আজকের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

দৌলতপুরে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রানীসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশা।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জাব্বারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। উপজেলা প্রানী সম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৫০টি স্টলে বিভিন্ন উন্নত জাতের গরু, ছাগল, হাঁস, মুরগী, কবুতর সহ নানা প্রজাতির পশু-পাখি প্রদর্শন করা হয়। প্রদর্শিত ৫০টি স্টলের মধ্যে প্রথম স্থান অধিকার করেন সৌখিন কবুতর খামারের মালিক সাংবাদিক সোহাগ ইসলাম, দ্বীতিয় স্থান অধিকার করেন শিমুল কবুতর খামারের মালিক শিমুল এবং তৃতীয় স্থান অধিকার করেন প্রাকৃতি পাখি হাউজের মালিক সরোয়ার হোসেন।