ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২ , আজকের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

লক্ষ্মীপুরের আলিয়া মাদ্রাসার কেন্দ্রে ১৭জন পরিক্ষার্থী বহিস্কার

সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা (আলীয়া মাদ্রাসা) কেন্দ্রের ১৭ ফাজিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালেহ উদ্দিন কেন্দ্র পরিদর্শনকালে তাদের বহিষ্কার করেন বলে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল থেকে শহরের দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে ফাজিল পরীক্ষা চলছিল। দুপুরে কেন্দ্র পরিদর্শন করার সময় নকল করার দায়ে ১৭জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তারা প্রত্যেকে বই থেকে নকল ও অসদুপায় অবলম্বন করেছে।