ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারী শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. শাজাহান সাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটির সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তী।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সাবেক যুগ্ম আহবায়ক মো. শরীফ উদ্দিন আরজু, জাসসাস কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহবায়ক মো. শরিফুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান হবি, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান( রানা) জাহাঙ্গীর আলম সরকার ও আতোয়ার রহমান আরো অনেকেই উপস্থিত ছিলেন।