ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

পতাকাবিহীন সরকারি অফিস, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। তবে ২টি সরকারি অফিসে ছিলো না জাতীয় পতাকা। দিবসের প্রথম প্রহর ১২.০১ মিনিটে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় মহান ২১ শে ফেব্রুয়ারী ২০২২।

প্রথমে রাষ্ট্রের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই জাহান শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে টাঙ্গাইল -৬ আসনের সাংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু’র পক্ষে ফুল দেয়া হয়। যথাক্রমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম, আওয়ামী লীগের সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধাগণ, বিরোধী দলের নেতৃবৃন্দ, সকল রাজনৈতিক ও সামজিক সংগঠনের দায়িত্ব প্রাপ্তরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে উপজেলার বিভিন্ন দপ্তর ঘুরে দেখা যায় এক ভিন্ন চিত্র, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় (বি আর ডি বি) অফিস এবং উপজেলার আনসার ভিডিপি অফিসারের কার্যালয় (আনসার ভিডিপি অফিস) এ উত্তোলিত হয়নি জাতীয় পতাকা।

বি আর ডি বি অফিসের অফিস সহায়ক জানায়, যে কর্মচারীর কাছে পতাকা ছিলো, সে পতাকা তালা বন্ধ করে ছুটিতে বাড়িতে গিয়েছেন। তবে অফিস প্রধান মো. রুহুল আমীন, বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তবে আনসার ভিডিপি অফিসের কাউকে এ সময় দেখা যায়নি। এ বিষয়ে কথা বলতে, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই জাহানের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।