ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

প্রধানমন্ত্রীর অনুগ্রহ কামনায দশমিনা সহকারী শিক্ষক

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি: “ আমাদের অধিকার, আমাদের সচেতনতা “ পটুয়াখালী দশমিনা উপজেলায় প্রধানমন্ত্রীর অনুগ্রহ কামনায় ১০ম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিক সহকারী শিক্ষক। বুধবার সকাল ১১টায় উপজেলা শিক্ষা অফিসের সমূক্ষে প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানানে দশমিনা উপজেলার সহকারী শিক্ষকগন মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহ চেয়ে গথ সভা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন ১৩ তম গ্রেডে মূলবেতন ১১,০০০+বাসা ভাড়া ৪,৯৫০+ চিকিৎসা ভাতা ১৫০০ + টিফিন ভাতা ২০০ মোট=১৭,৬৫০ টাকা বেতনে প্রাথমিক সহকারী শিক্ষক গন সংসার পরিজন নিয়ে মানোবেতর জীবন পরিচালোনা করে আসছে। যোগ্যতার ভিত্তিতে ১০ ম গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সদয় অনুগ্রহ কামনা করছি।

প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ দশমিনা উপজেলার মূখপাত্র ৩৪নং ঢনডনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মুহাম্মাদ তারিকুল ইসলাম সহিদ বলেন, আমরা ১৩ তম গ্রেতে চাকুরী করে আসছি বর্তমান বাজার মূল্য অস্বাভাবিক বৃদ্ধি এ অবস্থা ঋনের বোঝা মাথায় বহন করে হতাশা ও মনোকষ্ট নিয়ে ক্লাসে পাঠদান সহ জীবিকা নির্বাহ করতে হয়।

তাই আমারা ১০ম গ্রেড বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহ কামনা করছি। উপজেলার আলীপুরা ইউনিয়নের রমানাথসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান বলেন, ১৩ তম গ্রেডে আমরা মানোবেতর জীবন যাপন করছি। ছেলে-মেয়েদের পড়াশুনা,চিকিৎসা ও সংসার পরিজ নিয়ে সমাজে চলতে হিমসিম খেতে হচ্ছে। তাই যোগ্যতার ভিত্তিতে ১০ম গ্রেড বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহ কামনা করছি।