ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

কুষ্টিয়া দৌলতপুরে শিক্ষা উপকরণ বাই সাইকেল বিতরণ: বেজায় খুশি শিক্ষার্থীরা

জিল্লুর রহমান, ডেইলি নিউজ বাংলা ডেক্স: মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম প্রধান হাতিয়ার শিক্ষা। তাই শিক্ষার্থীদের অনুপ্রেরণার অংশ হিসেবে এই বাই-সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা আব্দুল হান্নান এর সভাপতিত্বে টি আর প্রকল্পের আওতায় ২০২১/২২ অর্থ বছরের অর্থায়নে (বুধবার  ২৩ শে ফেব্রুয়ারী-২০২২) সকাল ১২ টার সময়  ৯২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ (বাইসাইকেল)  বিতবণ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ১ দৌলতপুর দৌলতপুর আসনের সংসদ সদস্য আঃ কঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি টিপু নেওয়াজ, যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম   সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯২ জন শিক্ষার্থীদের মাঝে এ  শিক্ষা উপকরণ বাই সাইকেল বিতরন করেন। শিক্ষার্থী ও বিভিন্ন স্কুল থেকে আগত স্কুল প্রতিনিধিদের হাতে এসব উপহার প্রাদন করা হয়।

এ সময় প্রধান অতিথির  সংসদ সদস্য আঃ কঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ , বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম প্রধান হাতিয়ার শিক্ষা।তাই শিক্ষার্থীদের অনুপ্রেরণার অংশ হিসেবে এই বাই-সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হলো।এই সময় তিনি আরো বলেন,উপজেলার এসব শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে পায়ে হেটে কষ্ট সহ্য করে স্কুলে আসতো তারি পরিপ্রেক্ষিতে তাদের বাইসাইকেল বিতরণ করা হলো।

বাইসাইকেল পাওয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী জানায়, প্রতিদিন তাকে সাড়ে তিন কিলোমিটার হেঁটে বিদ্যালয়ে যেতে হয়। এত দিন অনেক কষ্ট করতে হয়েছে। প্রায়ই নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে পৌঁছানো সম্ভব হয়নি। তবে সাইকেল পেয়ে আমার অনেক আনন্দ লাগছে। এখন সাইকেল চালিয়ে সময়মতো বিদ্যালয়ে যেতে পারব। সাইকেলে পেয়ে বেজায় খুশি অভিভাবক ও শিক্ষার্থীরা।