ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

জনতার হাতে আটক দুই মহিষ চোর 

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি: দশমিনা উপজেলায় দুই মহিষ চোরকে আটক করেছে স্থানীয় জনতা। এসময় তাদের কাছ থেকে দুটি মহিষ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের খারিজা বেতাগী গ্রামে এঘটনা ঘটে।

দশমিনা থানা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানাগেছে, শনিবার ভোরে দুটি চোরাই মহিষ নিয়ে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের খারিজা বেতাগী গ্রামের বেপাড়ী বাড়ির সামনে স্থানীয় জনতা দুই মহিষ চোরকে চ্যালেঞ্জ করেন।

জনতার জিজ্ঞাসাবাদের সময় চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের রফিক খানের ছেলে রাসেল খান (২৮) এবং গলাচিপা উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামের বজলুর রহমানের ছেলে মতলেব হোসেনকে (৩০) আটক করে উত্তম মাধ্যম দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে হস্তান্তর করা হয়।

এসময় অর্ধশতাধিক মানুষ তাদের চুরি যাওয়া গরু মহিষ ফিরে পেতে ইউনিয়ন পরিষদে ভীড় জমান। খবর পেয়ে দশমিনা থানা পুলিশ মহিষ চোরদের ইউপি কার্যালয় থেকে থানায় নিয়ে আসেন। বেতাগী সানকিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বলেন, স্থানীয় জনতা মহিষ চোর সন্দেহে তাদের আটকরে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।

আমি থানায় ফোন করলে দশমিনা থানা পুলিশ চোরাই মহিষ স্থানীয় চৌকিদার তানজিল আহমেদ এর জিম্মায় রেখে চোরদের থানায় নিয়ে গেছে। দশমিনা থানার এস আই জাকির হোসেন বলেন, আটককৃতদের তথ্য মতে অনেকের চুরি যাওয়া গরু-মহিষের সন্ধান করা হচ্ছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেক্ষ্য গত এক মাসে চরাঞ্চল সহ উপজেলার বিভিন্ন স্থানে অর্ধ শতাধিক গরু-মহিষ চুরির ঘটনা ঘটেছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, মহিষ চোরদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরূদ্ধে রেগুলার মামলা হয়েছে । রবিবার বিকেলে আদালতে প্রেরন করা হয়েছে।