ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ , আজকের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পড়ে ছিল যুবকের নিথর দেহ, উদ্ধার করল পুলিশ

কাজি মোস্তফা রুমি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আবিদ হাসান আলভী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মহাসড়ক এলাকার চর ভাবলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আলভী টাঙ্গাইল সদর উপজেলার দেওলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগাযোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অজ্ঞাত গাড়ি ধাক্কায় ছিটকে মহাসড়কের পাশে পরেই ঘটনাস্থলে মারা যায়। পরে নিথর দেহ পরে থাকা অবস্থায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাকে জানালে দ্রুত এসে মরদেহ উদ্ধার করেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, যমুনা নদী ঘুরে মোটরসাইকেলযোগে বাড়িতে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মৃত্যু হয়। মরদেহে উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।