ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২ , আজকের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

দশমিনায়  কেজি গাজা সহ আটক ১

মোঃ বেল্লাল হোসেন দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী দশমিনা উপজেলায় শাহিন(২৮)নামের একজনকে এক কেজি গজাসহ আটকের ঘটনা ঘটে।

থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৭ টায় উপজেলার রনগোপালদী ইউনিয়ানের দঃ রনগোপালদী এলাকার অভদার চায়ের দোকান থেকে ১ কেজি গাজা সহ শাহিনকে আটক করে দশমিনা থানার এস আই ফয়সাল, এ এস আই মহবুব সহ সঙ্গীয় ফোর্স।

জানাযায় নওয়াপাড়া গ্রাম, মাধবদি উপজেলা, নরসিন্দি জেলার মোঃ আবদুর ছত্তার মিয়ার ছেলে।বর্তমানে ঢাকার নারায়ণগঞ্জ জয়নাল মোল্লার বাসায় ভাড়া থাকে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান বলেন, শাহিন গাজা ব্যবসা করে  আসছিলো।গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১ কেজি গাজা সহ আটক করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনে রেগুলার মামলা প্রক্রিয়াধীন।