ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

ধোপাদীঘির উন্নয়ন কাজ পরিদর্শন করলেন স্বরাষ্ট্র সচিব

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর ধোপাদিঘী সংরক্ষণ ও উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন।

রবিবার (১৩ মার্চ) বেলা আড়াইটায় মেয়র আরিফুল হক চৌধুরী সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেনকে ধোপাদিঘীর উন্নয়ন কাজ ঘুরে দেখান।

এসময় তিনি প্রকল্প সংশ্লিষ্টদের কাছে উন্নয়ন কাজের অগ্রগতির খোঁজ খবর নেন। ধোপাদিঘীর উন্নয়ন কাজ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মোশারফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রসঙ্গত, ভারত সরকারের অনুদানে ‘উন্নত পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় অবকাঠামো নির্মান প্রকল্প’র’ আওতায় ৪.৯১ একর ভূমির ধোপাদিঘীর সংস্কার, সংরক্ষণ ও উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে। এ প্রকল্পে ধোপাদীঘির চারদিকে ১৮৫১ ফুট দীর্ঘ ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে। নির্মাণ করা হচ্ছে একটি বানিজ্যিক ভবন। উন্নয়ন কাজের প্রায় ৮৫ ভাগ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।