ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২ , আজকের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কাজি মোস্তফা রুমি,স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের বাসাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বাসাইল ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে মঙ্গলবার (২২ মার্চ) সকালে উপজেলা মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল ৮ (বাসাইল- সখিপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ , সাধারণ সম্পাদক মির্জা রাজিক, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বাসাইল রিপোর্টাস ইউনিটের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ ইব্রাহিম খলিল।