ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২ , আজকের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

মহাদেবপুরে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মো.আককাস আলী,নওগাঁ: ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের’ আওতায় নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খোরশেদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, থানার ওসি আজম উদ্দিন মাহমুদ, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা আ. লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল প্রমুখ। মেলায় প্রায় ৩০টি স্টল অংশগ্রহণ করেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।