ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ , আজকের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

নওগাঁয় স্বাধীনতা দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি

মো.আককাস আলী: নওগাঁর পত্নীতলা কবি পরিষদের উদ্যোগে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে কবি সাহিত্যকদের মিলন মেলায় গুণীজনের সন্মাননা স্মারক ও কবিতা আবৃত্তি অনুষ্টিত হয়। সোমবার বিকালে খিরসিন বাজারে কবি মারিয়া নূরের সঞ্চালনে কবি পরিষদের সভাপতি কবি ডা. গোলজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পত্নীতলা পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাবেক এমপি  হুমায়ন কবির চৌধুরী,চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান,আবু বক্কর সিদ্দিক, সাবেক পিপি আমিনুল ইসলাম চৌধুরী,প্রধান শিক্ষিকা আন্জুমান আরা প্রমূখ।
কবিতা আবৃত্তি করেন কবি প্রফেসর মীর আবদুর রাজ্জাক,কবি খসরু চৌধুরী, কবি ইখতিয়ার আজাদ প্রমূর্খ।

প্রধান পৃষ্টপোষক হিসাবে উপস্থিত ছিলেন জমিদার সোহেল চৌধুরী, নওগাঁ খিরসীন গ্রুপ ঢাকা। আমন্ত্রিত কবি বৃন্দ: সাংবাদিক, কলামিষ্ট কবি মো.আককাস আলী, প্রতিষ্ঠাতা সভাপতি,জাতীয় কবিতা পরিষদ, মহাদেবপুর নওগাঁ,কবি আহমেদ হোসেন বাবু, আবৃত্তিকার উপদেষ্টা পত্নীতলা কবি পরিষদ।

কবি ইসমাইল হোসেন মণ্ডল,কবি মোহাম্মদ আলী, কবি দীন বন্ধু চিস্তী আব্দুল খালেক। দ্বিতীয় প্রধান সঞ্চালক কবি সাদিয়া আরেফিন, সাহিত্যক, আবৃত্তিকার  বাংলাদেশ বেতার রাজশাহী।অনুষ্ঠান শেষে গুণীজন এবং কবিদের সন্মাননা ক্রেস্ট তুলে দেন কবি ডা.গুলজার রহমান।