ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

নারীরা সংসারের ফাঁকে কৃষিতে রেখেছে ব্যাপক অবদান

মো.আককাস আলী: সংসারের কাজের ফাঁকে গ্রামবাংলার নারীরা আজও মাঠে ঘাটে কাজ করে সফলাতা বয়ে এনেছে। যে সংসারের নারী যত বেশী পরিশ্রমি সেই সংসার তত উন্নত। ওইসব নারীদের অবদান ভুলিবার নয়। স্ত্রী সন্তান,সংসার বজায় রেখে ওইসব নারীরা মাঠের কাজেও ব্যস্ত সময় পার করেন। কৃষিতে নারী শ্রমিকদের মজুরীর বৈষম থাকলে তারা ভালোবাসেন কৃষি কাজ এবং পুরুষ শ্রমিকদের তুলনায় তারা বেশী কাজ করে থাকেন।

পত্নীতলা উপজেলার হাসানের স্ত্রী রুবিনা জানান,তার চারটা গাভী আছে।দিনে ৪০লিটার দুধ দেয়। প্রতিদিন সংসার সামলে মাঠে গিয়ে ঘাস সংগ্রহের কাজে ব্যস্ত সময় কাটান। এমনি ভাবেই গ্রামবাংলার নারীরা সংসারকে আকরে ধরে আছেন। বদলগাছীর গ্রহনি নাজমাও একই কথা জানান।