ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

গাংনীর সীমান্তে ৩০ বোতল ফেন্সিডিলসহ বিজিবি’র হাতে আটক-৩

মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীর রংমহল সীমান্তে ৩০ বোতল ফেন্সিডিলসহ ০৩ জনকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

আজ বুধবার ভোরে তাদের আটক।আটককৃতরা হলো,গাংনী উপজেলার খাসমহল গ্রামের তমাল মন্ডলের ছেলে জানারুল রাধাগোবিন্দপুর গ্রামের আবুল হোসেন এর ছেলে হারুন-আর-রশিদ ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে মমিনুল ইসলাম।

বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)সূত্রে জানা যায়,একটি টহল দল ভোরের দিকে টহল শেষে ফেরার পথে ওই তিন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তাদের প্রত্যেকের কাছে ১০ বোতল করে মোট ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।