ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২ , আজকের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

টাঙ্গাইলের নাগরপুরে তরমুজ ন্যায্যমূল্যে বিক্রির জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

কাজী মোস্তফা রুমি,স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের নাগরপুর সদর বাজার এলাকায় তরমুজের ‘ন্যায্যমূল্য’ নিশ্চিত করতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নাগরপুর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে বটতলা, মাজার এলাকা সহ সদর এলাকার স্থায়ী ও অস্থায়ী বিভিন্ন ফলের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে তরমুজ অতিরিক্ত দামে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় ৭ দোকানে মোট ৬ হাাজর ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।  তরমুজ ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করতে এ ধরণের অভিযান পরিচালনা করা হয়।

নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন বলেন, পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে উপজেলা প্রশাসন যথাযথ ভূমিকা পালন করছে। বাজার নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।