ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১ জুলাই, ২০১৭ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

৬০ বছরের টগবগে তরুণ মীর বরকত

মীর বরকত ষাট বছরের প্রাজ্ঞ এক টগবগে তরুণে পরিণত হয়েছেন আজ। তিনি একাধারে একজন সফল আবৃত্তি ও নাট্যনির্দেশক, সুঅভিনেতা ও আবৃত্তিশিল্পী, একজন দক্ষ সংগঠক ও প্রশিক্ষক। সর্বোপরি একজন সার্বক্ষণিক সাংস্কৃতিক কর্মী। শনিবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শুভ ষষ্টি মীর বরকত’ শিরোনামে জন্মোৎসবের আয়োজন করে কণ্ঠশীলন।

অনুষ্ঠানের শুরুতে কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকতকে নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্রে সংস্কৃতিঅঙ্গনের বিশিষ্টজন মীর বরকতকে নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন। এছাড়াও তিনি একক কণ্ঠে আবৃত্তিও পরিবেশন করেন। তার আবৃত্তি নিশ্চয়ই নতুন প্রজন্মের আবৃত্তিকর্মীদের পথচলার সঠিক নির্দেশনা দিতে সক্ষম হবে।

 

মীর বরকত ষাট বছরের প্রাজ্ঞ এক টগবগে তরুণে পরিণত হয়েছেন আজ। তিনি একাধারে একজন সফল আবৃত্তি ও নাট্যনির্দেশক, সুঅভিনেতা ও আবৃত্তিশিল্পী, একজন দক্ষ সংগঠক ও প্রশিক্ষক। সর্বোপরি একজন সার্বক্ষণিক সাংস্কৃতিক কর্মী। শনিবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শুভ ষষ্টি মীর বরকত’ শিরোনামে জন্মোৎসবের আয়োজন করে কণ্ঠশীলন।

অনুষ্ঠানের শুরুতে কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকতকে নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্রে সংস্কৃতিঅঙ্গনের বিশিষ্টজন মীর বরকতকে নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন। এছাড়াও তিনি একক কণ্ঠে আবৃত্তিও পরিবেশন করেন। তার আবৃত্তি নিশ্চয়ই নতুন প্রজন্মের আবৃত্তিকর্মীদের পথচলার সঠিক নির্দেশনা দিতে সক্ষম হবে।