ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

বিনামূল্যে সার ও বীজ পেলেন টাঙ্গাইলের সখীপুরের ৭০০ কৃষক।

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সখীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭’শ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সখিপুর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সংসদ সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিপ্লবী সংগ্রামী সাধারন সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা জননেতা এড.জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম এতে সভাপতিত্ব করেন। উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমত আরা প্রমুখ বক্তব্য দেন।

এ সময় উপজেলা ৭০০ জন কৃষককে ৫ কেজি বীজ ২০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও ৫০ ভাগ ভর্তুকি মূল্যে ১টি কম্বাইন হারভেস্ট ও ২ টি পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়। এতে করে কৃষকেরা আনন্দ ও উৎফুল্লতা প্রকাশ করেছেন এবং সেই সাথে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।