ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

টাঙ্গাইলে র‌্যাবের হাতে ইয়াবা কারবারি আটক

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে সহস্রাধিক ইয়াবাসহ মহাবুল আলম (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শনিবার (১৬ এপ্রিল) ভােরে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। মহাবুল আলম পাবনার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মোজাম্মেল হক বিশ্বাসের ছেলে।

র‌্যাব-১২ এর ৩ নং কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ জানায়, মহাবুল আলমের কাছ থেকে এক হাজার তিন পিস ইয়াবা, ২টি মোবাইল, ২টি সিম কার্ড এবং নগদ এক হাজার টাকা জব্দ করা হয়েছে।

আটককৃত ইয়াবার দাম ৩ লাখ ৯০০ টাকা। মহাবুল এসব ইয়াবা টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।