ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

নওগাঁয় নানা আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

মো.আককাস আলী: নওগাঁয় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ শহরের সরিষা হাটির মোড়ে রোববার সকালে এ আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, ‘এ দেশের মহান স্বাধীনতা ও সংগ্রামের ইতিহাসের এক স্মরণীয় দিন। ১৯৭১ সালের আজকের এই দিনে মেহেরপুরে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। বাংলার মাটি থেকে পাকিস্তানি হানাদার বাহিনীকে বিতাড়িত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ও নির্দেশিত পথে মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের লক্ষ্যে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সরকার গঠন করা হয়।’

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সহসভাপতি আব্দুল খালেক, রফিকুল ইসলাম রফিক ও শাকিল আহমেদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপাল ও মেহেদী হাসান নয়ন, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, ইলিয়াস তুহিন রেজা ও হাসানুল আল মামুনসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে নওগাঁর মহাদেবপুরে মুজিব দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তেলন ও আলোচনা সভা অনুষ্টিত হয়।