ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ , আজকের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

এমপি ছোট মনিরের বিরুদ্ধে বানোয়াট হত্যার হুমকির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন সংবাদ সম্মেলন।

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইল-২ (গোপালপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ছোট মনির এমপির বিরুদ্ধে গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে হত্যার হুমকির বানোয়াট অভিযোগ আনার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ভূঞাপুর উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোপালপুর উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সাংবাদিক সম্মেলনে এমপি ছোট মনিরের বিরুদ্ধে হত্যার হুমকি চেয়ারম্যানের বানোয়াট অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও বিদ্বেষমূলক অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করে মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ২ টায় ভূঞাপুর উপজেলা পরিষদ হলরুমে প্রতিবাদ সংবাদ সম্মেলন ও তারআগে দুপুরে গোপালপুর পৌর শহরের থানা মোড়ে প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংবাদিক সম্মেলনে ভূঞাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, জেলা পরিষদের সাবেক সদস্য আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, রফিকুল ইসলাম রফিক, দুলাল হোসেন চকদার, মাসুদুল হক মাসুদ প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, গোপালপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু এমপি ছোট মনিরের জনপ্রিয়তাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে তিনি অপপ্রচারের লিপ্ত হয়েছেন। এছাড়া ওই চেয়ারম্যানকে ভূঞাপুরে অবাঞ্ছিত ঘোষণা করাসহ তার দৃষ্টান্তমূলক শাস্তি ও তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের জোর দাবি জানান বক্তারা। অপরদিকে, দুপুরে সাংসদ ছোট মনিরের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ আনার প্রতিবাদে গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, জেলা ছাত্রলীগ সভাপতি সোহানুর রহমান সোহান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়েশা আক্তার শিখা, উপজেলা যুবলীগের সভাপতি আরিফুজ্জামান তালুকদার আরিফ প্রমুখ। প্রসঙ্গত প্রকাশ, গত রবিবার (১৭ এপ্রিল) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ছোট মনিরের বিরুদ্ধে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়।