ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২ , আজকের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, শিক্ষা ও প্রশিক্ষণে তারা হতে পারে সম্পদ:জেলা প্রশাসক

মো.আককাস আলী: নওগাঁ জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান পিএএ বলেন,‘ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণে তারা হতে পারে সম্পদ।’২১ এপ্রিল বিকেল সাড়ে ৩ টায় পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্টানে নওগাঁ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ, পত্নীতলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, পত্নীতলা উপজেলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, সমাজসেবা অফিসার সুলতান আহমেদ, মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, একাডেমিক সুপার ভাইজার মোর্শেদুল আলম,ইউপি চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হুমায়ন কবির, প্রধান শিক্ষক আখি আকতার, প্রতিবন্ধী শিক্ষার্থী তাসলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।।