ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নাগরপুর উপজেলা শাখা কর্তৃক ইফতার মাহফিল

কাজী মোস্তফা রুমি : আজ ২৩ এপ্রিল ২০২২একুশে রমজান ১৪৪০ হিজরী রোজ শনিবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিপ্লবী সংগ্রামী সহ-সভাপতি, নাগরপুর সাড়ে তিন লক্ষ মানুষের প্রাণের দাবি ধলেশ্বরী সেতুর প্রথম প্রস্তাবক সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগরপুর উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নবগঠিত উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব জনাব হাবিবুর রহমান হবি। উক্ত অনুষ্ঠানে নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ন-আহবায়ক সহ সকল সদস্য বিশেষ করে নব গঠিত কমিটির বিপ্লবী সংগ্রামী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাগরপুর সরকারি কলেজ শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক উদীয়মান তরুণ ব্যক্তিত্ব বিশিষ্ট তরুণ শিক্ষাবিদ জনাব গোলাম মোস্তফা গোলাম ও নবগঠিত কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ সালেক মিয়া উপস্থিত ছিলেন।
 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবকদল এর সকল স্তরের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি এর নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা তথা সমগ্র দেশের সকল মানুষের জন্য দোয়া করা হয়
সভার শেষে উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নাগরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব জনাব হাবিবুর রহমান এবং  অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।