ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ , আজকের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আশিকুর রহমান রনি, ব্রাহ্মণবাড়িয়া থেকে:  ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া হাই স্কুল সংলগ্ন যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরিচয় জানা যায় নিহত ব্যক্তি বেলাবো থানা নরসিংদী জেলা মোহাম্মদ আবদুল মিয়ার ছেলে।

অপর দুর্ঘটনা ঘটে কুট্টাপাড়া লাল পাম্পের সামনে । ট্রাকচাপায় জিয়াউল হক নামে একজন ট্রাকচালক নিহত হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় , স্থানীয় লাল পাম্পে গাড়ি পার্কিং করে জিয়াউল হক বিশ্রাম নিচ্ছিলেন। অপরিচিতা পিছনে দেওয়ার চেষ্টা করলে গাড়ির চাপায় যুবক নিহত হন।

নিহত জিয়াউল হকের বাড়ি রাজশাহী জেলার পটিয়া থানার বিড়াল গ্রামের নাচের মিয়ার ছেলে। সোহেল খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দ্র বসু পৃথক দুটি সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।