ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১ মে, ২০২২ , আজকের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ, চলছে থেমে থেমে

কাজি মোস্তফা রুমি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশপাশের এলাকায় শুরু হয়েছে যানজট। থেমে থেমে চলছে যানবাহন। পোশাক কারখানা ছুটি হওয়ায় শনিবার সন্ধ্যার পর থেকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ আরো বেড়েছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে  থেমে থেমে চলছে যানবাহন। এতে  ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখো মানুষ। অতিরিক্ত যানবাহন থাকলেও যাত্রীর তুলনায় তা কম হওয়ায় রাতেও বিপুল সংখ্যক ঘরমুখো মানুষকে স্টেশনে অপেক্ষা করতে দেখা গেছে।
এদিকে সাভারের আশুলিয়ায় এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কে যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী তোলায় সৃষ্টি হচ্ছে যানবাহনের ধীরগতি। এতে বাড়ছে ভোগান্তি। মহাসড়কের যানজটমুক্ত করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ।