কাজি মোস্তফা রুমি: আজ পবিত্র ঈদুল ফিতর। মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সারা বাংলাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে ঈদুল ফিতর উদযাপন হয়েছে।
নাগরপুর সরকারি কলেজ মাঠ সংলগ্ন নাগরপুর কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সংগঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় নাগরপুরে। যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হতে পারেনি।
পরবর্তীতে বিকল্প হিসেবে নাগরপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সকাল সাড়ে দশটায় নাগরপুর ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ আলী সাহেব। তিনি ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।
এছাড়া উক্ত জামাতে অংশগ্রহণ করেন নাগরপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল সাধারণ মানুষ।যদিও ঈদের জামাত সকাল দশটায় হওয়ার কথা ছিল কিন্তু প্রাকৃতিক বৈরী আবহাওয়ার কারণে নাগরপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উক্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাত শেষে সম্মানিত ইমাম মহোদয় সকলের উদ্দেশ্যে খুতবা প্রদান করেন। খুতবা প্রদান শেষে দেশ ও জাতির কল্যাণে মহান রাব্বুল আলামীনের নিকট দো’আ করা হয়।
Print [1]