ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২ , আজকের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

তিন বছর পর নির্বাচনী এলাকায় ওবায়দুল কাদের।

কাজি মোস্তফা রুমি: প্রায় তিন বছর পর নোয়াখালীর কোম্পানিগঞ্জে নির্বাচনী এলাকায় গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে ফেনীর দাগনভূইয়া থেকে তার বাসভবন পর্যন্ত সড়কপথে ছিলেন লাখো মানুষ। তাদের ভালোবাসায় সিক্ত হন তিনি।
কোম্পানিগঞ্জের নিজ বাড়িতে গিয়ে প্রথমেই ওবায়দুল কাদের তার বাবা মায়ের কবর জিয়ারত করেন। তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।
পরে নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।