ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২ , আজকের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ওবায়দুল কাদেরকে ‘বীর ৭১’ সম্মাননা দিলেন ভাই কাদের মির্জা।

কাজী মোস্তফা রুমি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদেরকে ‘বীর ৭‌১’ সম্মাননা প্রদান করা হয়েছে। তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এই সম্মাননা তুলে দেন।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ওবায়দুল কাদেরের হাতে ‘বীর মুক্তিযোদ্ধা’ স্বর্ণপদক তুলে দেওয়া হয়।
এর আগে, নিজ বাড়ির দরজায় পুলিশের গার্ড অব অনার শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি।
সেতুমন্ত্রীর বোনের ছেলে ফখরুল ইসলাম রাহাত  এ তথ্য নিশ্চিত করেন।
২০১৯ সালের পর দীর্ঘ প্রায় ৩৩ মাস পর নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে এসেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গত এক বছর নানা ঘটনায় আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দু ছিলেন সেতুমন্ত্রীর ছোট ভাই আবদুল কাদের মির্জা। বড় ভাই ওবায়দুল কাদের ও ভাবীর বিরুদ্ধে নিয়মিত বিষদগারও করেছেন তিনি।
বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নিয়মিতই সংবাদ শিরোনাম হয়েছেন কাদের মির্জা।
স্থানীয় রাজনীতিতে কাদের মির্জা বিরোধী অংশের নেতৃত্ব দিচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। এই ২ গ্রুপের দ্বন্দ্বে গত কয়েক মাসে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসব সংঘর্ষে এক সাংবাদিকসহ নিহত হয়েছেন ২ জন এবং আহত হয়েছেন সহস্রাধিক। পাল্টাপাল্টি অন্তত ৭২টি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে উভয়পক্ষের প্রায় ৭ হাজার নেতাকর্মীকে।