ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২ , আজকের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

টাঙ্গাইলে মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত।

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে শহরের আশেকপুর পূর্বপাড়ায় নজরুল ইসলামের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাসাইল উপজেলার কাশিল গ্রামের ঝন্টু পালের ছেলে আনন্দ পাল ও আন্নাত পালের ছেলে নিধন পাল।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সকালে বৃষ্টির সময় ওই নির্মাণাধীন ভবনের পাশে প্রায় ১৪ ফুট গভীরে বেস নির্মাণের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। বৃষ্টির কারণে আশপাশের বালু মাটিতে ধস নামে। এতে দুজন শ্রমিক মাটিচাপা পড়েন।’
সকাল ১১টা ২০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। দেড় ঘণ্টা পর এক্সকেভেটরের সাহায্যে মাটি সরিয়ে ২ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়’, যোগ করেন তিনি।
রেজাউল করিম আরও বলেন, ‘কিছুদিন আগে বালু দিয়ে পুকুর ভরাট করে ওই ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। বালু ও মাটি ভালোভাবে জমাট বাঁধার আগেই প্রয়োজনীয় নিরাপত্তা গ্রহণ না করে নির্মাণকাজ শুরু করায় এ দুর্ঘটনা এবং প্রাণহানি ঘটেছে।’