ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

দশমিনায় বিশ্ব মা দিবস পালন

 

মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালী দশমিনায় বিশ্ব মা দিবস পালন করা হয় ।
গত ৯ মে বিকেল ৫ টায় উপজেলা কনফারেন্স হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএও) মোঃ মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্ররিষদ চেয়ারম্যান আবদুল আজিজ।
আরো উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃশরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, দশমিনা উপজেলা শাখার ব্র্যাক প্রতিনিধি উল্কারানী বিশ^াস, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষক— শিক্ষিকা গন।
আলোচক বৃন্দ বলেন,একজন মা তখনই মাতৃত্বেও পরিপূর্ণতা পান যখোন তিনি সন্তান জন্মদেন। একজন মা ভূমিষ্ট শিশুকে যে ভাবে রাত জেগে,বিজা স্থানে শুয়ে সন্তানকে শুকনো স্থানে রাখেন বড় কেও তুলেন ঐ মায়ের ঋৃন কখোনই শোধ করার না । তাই বৃদ্ধ বয়সে মাকে আদর যত্নœ করা আমাদের নৈতিক দায়িত্ব। পিতা মাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। তাই মায়ে পতি ছিলো আলোচকদেও অকৃতি ভালোবাসা।