কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের মির্জাপুরে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর পরিচালিত ২০২২ সালের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১২ টায় মির্জাপুর খাদ্য গুদামে এই বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শ্যামল সরকার, খাদ্য গুদামের ভারপ্রাাপ্ত কর্মকর্তা ডলি আক্তার, প্রেসক্লাব সভাপতি নিরঞ্জন পাল, পৌর আ.লীগ সভাপতি হারুন অর রশিদ, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি সিবার উদ্দিন প্রমুখ।
১ হাজর ৮০ টাকা মণ দরে ২ হাজার ৮১৫ টন ধান এবং মিলারদের কাছ থেকে ১ হাজার ৬০০টাকা মণ দরে ২৮ টন চাল কেনা হবে বলে জানা গেছে।
কৃষক অ্যাপস থেকে লটারির মাধ্যমে নির্বাচিত উপজেলার ৯৬৩ জন কৃষকের কাছ থেকে এই ধান কেনা হবে বলে খাদ্য গুদামের উপপরিদর্শক আবুল হাশেম জানিয়েছেন।
উদ্বোধনী দিনে উপজেলার উয়ার্শী ইউনিয়নের মস্তমাপুর গ্রামের কৃষক পডন্ডিত আলীর কাছ থেকে ৫০ মণ ধান কেনা হয়।
Print [1]