ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শনিবার, ১৪ মে, ২০২২ , আজকের সময় : শনিবার, ৪ মে, ২০২৪

টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে ২ বাসের সংঘর্ষে প্রাণ হারালো চালক, আহত ২৫।

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের টাঙ্গাইলের মধুপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে শামীম নামে এক বাস চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বাসে থাকা কমপক্ষে ২৫ জন যাত্রী।
শনিবার (১৪ মে) সকালে ওই আঞ্চলিক সড়কের উপজেলার গাংগাইর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শামীম টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা। তিনি প্রান্তিক পরিবহন বাসের চালক ছিলেন।
এ বিষয়টি মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন সত্যতা নিশ্চিত করেছেন।
মধুপুর ট্রাফিক পুলিশের এটিএসআই মাহবুবুল আলম জানান, সকাল ৮ টার দিকে মধুপুরের গাংগাইর নামক স্থানে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহন বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী মাহি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই বাসের চালকসহ অনেক যাত্রী গুরুতর আহত হয়। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ২৫ জনকে উদ্ধার করে মধুপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করে।
তিনি আরও জানান, এদের মধ্যে প্রান্তিক পরিবহনের চালক শামীম টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।