ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২৯ মে, ২০২২ , আজকের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

দৌলতপুর উপজেলা স্কাউটস এর মাল্টিপারপাস ওয়ার্কশপ

দৌলতপুর প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউটসের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল জব্বার।

শনিবার (২৮ মে) বাংলাদেশ স্কাউটস দৌলতপুর উপজেলার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা স্কাউটসের সভাপতি স্কাউটস ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
ওয়ার্কশপে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা স্কাউটস এর সম্পাদক ও দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, দৌলতপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, দৌলতপুর পাইলট গার্লস স্কুলের প্রধান শিক্ষক জহুরুল ইসলামসহ অন্যান্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কাব লিডার,স্কাউটস লিডারগণ।