রচনাঃ মাহমুদ সুজন
আমার মনের ইচ্ছে শোনাই
সময়টা যদি পারো দিতে
খুব খুউব, বড় ইচ্ছে করে।
আমি আকাশ ছুঁয়ে দেখবো
ঐ আকাশের ক্যানভাসে
শুধু তোমার কথাই লিখবো।
আমি মেঘকে ছুঁয়ে দেখবো
সেথা বৃষ্টিকনার শীতল বুকে
আমি তোমারই নাম লিখবো।
আমি সাগর ছুঁয়ে দেখবো
নীলের স্পর্শে আপনমনে
ভাবনার স্রোতে ভাসবো।
আমি রংধনু ছুঁয়ে দেখবো
সেথা সাতটি রঙ্গে যত্ন করে
তোমারই ছবি আঁকবো।
আমি পাহাড় ছুঁয়ে দেখবো
বাহারি রঙ্গের বাহারি ফুলে
তোমারই মালা গাঁথবো।
Print [1]