ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১ জুন, ২০২২ , আজকের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

দশমিনায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি

তামাকমুক্ত পরিবেশ,সুস্বাস্থ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী দশমিনা উপজেলায় প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে গত ৩১ মে মঙ্গলবার সকাল বিকেলে উপজেলা চত্বরে র‌্যালী ও উপজেলা কনফারেন্স হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নহার খান ডলি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃমেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্ত মোঃ জিয়াউর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ইকবাল মাহমুদ লিটন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামসহ বিভিন্ন এনজিও,সামাজিক সংগঠনের প্রতিনিধিগন ।