ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ , আজকের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নওগাঁয় ধান ব্যবসায়ীর ৭০ হাজার টাকা জরিমানা

মো.আককাস আলী: নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে ধান মজুদ রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের সন্তোষ পাড়া ও গাবতলি বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মুন্জুরুল আলম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা যায়, নিয়ামতপুর উপজেলার সন্তোষ পাড়া বাজারের আবু বক্কর সিদ্দিকের গুদামে প্রায় ৫০০ টন ধান মজুদ রেখেছিলেন। এ অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাকে দ্রুত ধান বিক্রয় করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া গাবতলি বাজারে অতিরিক্ত ধান মজুদ রাখার দায়ে মোঃ রাজুকে ১০ হাজার এবং ওয়াহেদ আলীকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের পরিদর্শক মোয়াজ্জেম হোসেন ও থানা পুলিশের একটি দল প্রমূখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্জুরুল আলম বলেন, সারাদেশে চলমান অভিযানের অংশ হিসেবে নিয়ামতপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে মজুদকৃত উপজেলার প্রতিটি গুদামে এ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।