
দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউপি’র মাঝদিয়াড় কান্দির পাড়া গ্রামে ৩নং ইট দিয়ে রাস্তা নির্মানে প্রতিবাদ করায় আব্দুর রাজ্জাক ফার্ণিচার ব্যবসায়ীকে গণধূলায় দিয়ে টাকা ছিনতায়
আব্দুর রাজ্জাক জানান ৩ জুন শুক্রবার বেলা ১২টার দিকে মাঝদিয়াড় গ্রামের থেকে আল্লারদর্গা মাষ্টার পাড়া বাসা বাড়ীতে ফেরার পথে ৩ মটর সাইকেলে মিলন ও প্রদীপ মেম্বরসহ ৬ জন তাকে ধাওয়া করে। আল্লার দর্গা মাষ্টার পাড়া নিজ বাসার সামনে মটর সাইকেল থেকে নামলে, ৬ জন মিলে গণ ধুলাই দিয়ে তার কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনতায় করে, এ সময় চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে তিনি আরো জানান, এলাকার মাঝদিয়াড় কান্দির পাড়া আরজেত হাজীর মোড় হতে কান্দির পাড়া ইউনুচ প্রামাণিকের বাড়ী পর্যন্ত ১ কিঃমিঃ রাস্তা যাতায়াতের অনুপযোগি ছিল, এলাকাবাসী এমপি সাহেবের কাছে আবেদন করলে রাস্তাাটি ”প্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি)করণ” পাশ হয়। কাজটি এক (১) কিলো মিটার,
কুষ্টিয়ার আরিফ নামে এক ঠিকাদার কাজটি পায়, বরাদ্দের পরিমান ৫৩,৭৯,৯০০/= (তিপান্ন লাখ উনআশি হাজার নয় শত) টাকা । ইতি মধ্যে কাজটি এলাকার জনৈক মিলন ও ৭নং ওর্য়াডের প্রদীপ মেম্বর কিনে নিয়ে নিম্ন মানের ৩নং ইট দিয়ে কাজ শুরু করে। এলাকাবাসী কাজে বাঁধা দিলে তারা নানা রকম অশ্লিল ভাষায় গালাগালি করে এবং চাঁদা বাঁজির মামলা করবে বলে হুমকি প্রদান করে। তারা দলীয় প্রভাব খাটিয়ে প্রকৌশলীকে ম্যানেজ করে নিম্নমানের ইট ও নাম মাত্র বালি দিয়ে অনিয়ম ও দূনীতির আশ্রয় নিয়ে কাজ করে সরকারী টাকা আত্বসাত করার চেষ্টা করছে।
এলাকাবাসীর দাবী এ ভাবে কাজ করলে রাস্তাা অল্প দিনের মধ্যে ভেঙ্গে-চুরে নষ্ট হয়ে যাবে। স্থানীয় সংবাদিকরা এলাকা ঘুরে অনিয়ম ও দূর্নীতির সত্যতা পেয়েছে। সাবেক মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক ইটের ছবি উঠায়, নিম্ন মানের ইট ও বালি কম দিয়ে অনিয়ম করে রাস্তার কাজ করা হচ্ছে,এ কাজের তীব্র প্রতিবাদ জানায়।
এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেছে তবে কোন ফল হয়নি। আব্দুর রাজ্জাক আরও বলেন দৌলতপুর থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে। আগামীতে সংবাদ সম্মেলন ও মানব বন্ধন কর্মসূচী সহ নানা রকম প্রতিবাদী কর্মসূচীর প্রস্তুতি চলছে।