স্টাফ রিপোর্টার: সৌদি আরবের উদ্দেশে ৪১০ হজ যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট।
আজ রোববার সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
চাঁদ দেখা গেলে, আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। করোনা মহামারির কারণে গত ২ বছর বাংলাদেশ থেকে কেউ হজে অংশ নিতে পারেননি।
এবার সারা বিশ্বের ১০ লাখ মানুষ হজ পালনের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ থেকে এ বছর মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পালনের সুযোগ পাবেন।
২০১৯ সালে প্রায় ১ লাখ ২৮ হাজার মানুষ বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পেয়েছিলেন। এবার ৬৫ বছরের বেশি বয়সীদের হজে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে না সৌদি সরকার।