
কাজী মোস্তফা রুমি,স্টাফ রিপোর্টার: সৌদি আরবের জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালো বাংলাদেশি হজ্বযাত্রীদের প্রথম ফ্লাইট। এই ফ্লাইটে ৪১০ জন বাংলাদেশি হজ্বযাত্রী ছিলেন।
রোববার (৫ জুন) স্থানীয় সময় দুপুর ১টার দিকে ফ্লাইটটি জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এ সময় হজ্বযাত্রীদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিয়যুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাবেদ পাটাওরী, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নাজমুল হক, কাউন্সিলর হজ্ব জহিরুল ইসলাম।
এছাড়াও সৌদি আরবের হজ্ব ও ওমরাহ্ উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ মাশহাদ, বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ শামছুল হক, কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীগন হজ্বযাত্রীদের অভ্যর্থনায় উপস্থিত ছিলেন।
প্রথম ফ্লাইটে আসা হজ্বযাত্রীদের বাংলাদেশ ও সৌদি মন্ত্রনালয়ের পক্ষ থেকে ফুল, আতর, খেজুর এবং পানি দেওয়া হয়। বাংলাদেশ হজ্ব মিশন এবং মোয়াল্লেমের লোকজনের সহায়তায় হজ্বযাত্রীরা জেদ্দা বিমানবন্দর থেকে মক্কায় পৌঁছাবেন।
Print [1]